বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট বাতিল করে পুনরায় প্রকাশের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘অধস্তন আদালতের বিচারকদের আচরণ ও শৃঙ্খলা বিধিমালার গেজেট প্রকাশিত হয়েছে। সরকার যে বিধিমালা করেছে তা সংবিধানবহির্ভূত এবং মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী। বিধিমালা করতে গিয়ে আইন মন্ত্রণালয় অধস্তন আদালতের বিচারকদের নির্বাহী বিভাগের অধীন করে ফেলেছে।’

 

তিনি বলেন, ‘আমাদের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার যে বিষয়টি ছিল, তা নির্বাহী বিভাগ থেকে দূরে রাখার জন্য। এখন তা সম্পূর্ণই নির্বাহী বিভাগের হাতে চলে গেছে। ৭ জানুয়ারির মধ্যে এই গেজেট বাতিল করে পুনরায় প্রকাশ করা না হলে আইনজীবী সমিতি আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।’

সংবাদ সম্মেলনে সমিতির সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, শামীমা সুলতানা দীপ্তিসহ কার্যনির্বাহী কমিটির বিএনপিপন্থি সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর