বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
অর্থ আত্মসাৎ

সাবেক কূটনীতিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

আড়াই কোটি টাকারও বেশি সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক এক কূটনীতিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মকসুদ খান নামের ওই কূটনীতিক বাংলাদেশ হাইকমিশনের (লোকাল) কাউন্সিলর ছিলেন। পরে তাকে বরখাস্ত করা হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, সরকারি ক্ষমতার অপব্যবহার ও দায়িত্ব লঙ্ঘন করে দুই কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০৫ টাকা আত্মসাৎ করার অভিযোগে মকসুদ খানের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে গতকাল শাহবাগ থানায় মামলা করেন।

সর্বশেষ খবর