শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

গড়তে হবে চক্রাকার অর্থনীতি : ইউনূস

নিজস্ব প্রতিবেদক

গড়তে হবে চক্রাকার অর্থনীতি : ইউনূস

প্যারিস জলবায়ু চুক্তির দ্বিতীয় বর্ষপূর্তিতে ফ্রান্সে অনুষ্ঠিত ওয়ান প্লানেট সামিটে আলোচনায় বসেন পঞ্চাশেরও বেশি বিশ্বনেতা। ওই সম্মেলনে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে চক্রাকার অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সম্মেলনের প্লেনারি অধিবেশনে ভাষণ দানকালে তিনি এই আহ্বান জানান। রাজধানীর ইউনূস সেন্টার গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। ওয়ান প্ল্যানেট শীর্ষ সম্মেলনের সহ-আয়োজক ছিলেন জাতিসংঘ মহাসচিব এবং বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট। প্রফেসর ইউনূস বলেন, পৃথিবীকে রক্ষা করতে ব্যবসায় উদ্যোগ ও সামাজিক ব্যবসা অনেক দূর এগিয়ে যাবে। চক্রাকার অর্থনীতি সৃষ্টি করতে আমাদের নিজেদের প্রস্তুত করা দরকার। কোনো কিছুই ফেলে দেওয়ার সুযোগ নেই।

আধুনিক সভ্যতা যে বিপুল পরিমাণে বর্জ্য তৈরি করছে সে বিষয়েও সতর্ক বাণী উচ্চারণ করেন প্রফেসর ইউনূস। তিনি বলেন, এই বর্জ্যগুলোর একটি হচ্ছে প্লাস্টিক, যা আমাদের হত্যা করছে। তিনি এ প্রসঙ্গে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড-এর সহায়তায় ভিয়েতনামের মেকং নদীকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করার লক্ষ্যে সামাজিক ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত তার একটি রিসাইক্লিংয়ের উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন যে, গাড়ির টায়ারকেও রিসাইকেল করা প্রয়োজন। তিনি পরিত্যক্ত টায়ারকে রিসাইকেল করার একটি প্রকল্প নিচ্ছেন বলেও জানান। আরেকটি সমস্যা হচ্ছে খাদ্যবর্জ্য যা এই গ্রহের জন্য একটি বড় সমস্যা হিসেবে আবির্ভূত হচ্ছে। বর্জ্য শাক-সবজিকে রিসাইকেল করে খাদ্য-শৃঙ্খলের মধ্যে এনে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ বাঁচানো সম্ভব।—নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর