শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ধান কাটা নিয়ে সংঘর্ষে গেল দুই প্রাণ

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বিবদমান জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। উপজেলার পুটিখালী ইউনিয়নের পূর্ব সোনাখালী গ্রামে গতকাল সকাল ৯টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— আমবাড়িয়া গ্রামের শাজাহান শেখের ছেলে পলাশ (৪৫) ও পাতাবাড়িয়া গ্রামের তোরাব আলী শেখের ছেলে ইব্রাহিম (৫২)। দুজনই পেশায় মোটরশ্রমিক। এ জোড়া হত্যা ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, সকালে পূর্ব সোনাখালী গ্রামের আবদুর রহিম খানের জমিতে তার বংশীয় শহিদুল খান ২০/২৫ জন লোক নিয়ে ধান কাটা শুরু করে। এ সময় রহিমের লোকজন বাধা দিলে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই নিহত হন মোটারশ্রমিক পলাশ ও ইব্রাহিম। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কবির ও মজিবরকে খুলনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ভর্তি করা হয়েছে মোরেলগঞ্জ হাসপাতালে। বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি রাশেদুল আলম জানান, দুজনের লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আটক করা হয়েছে ঘটনার মূল অভিযুক্ত পূর্ব সোনাখালী গ্রামের জবেদ আলী খানের ছেলে শহিদুলসহ ৬ জনকে। বাকিদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর