শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
পশ্চিমবঙ্গে সেলিনা হোসেন

বইমেলার কোনো সীমান্ত নেই

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন বলেছেন, ‘বই ও বইমেলার কোনো সীমান্ত নেই। আমরা সীমান্ত অতিক্রম করে পৌঁছে যাই পাঠকের কাছে। পাঠকও সীমান্ত অতিক্রম করে লেখককে কাছে টানেন।’

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ১৮তম খড়দহ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে এসব কথা বলেন সেলিনা হোসেন। তিনি বলেন, ‘বইমেলা হলো প্রাণের মেলা। তবে শুধু বই নয়, এটা পাঠক ও লেখকেরও মিলনমেলা। একজন পাঠকও না থাকলে কোনো লেখকই তার সার্থকতা অর্জন করতে পারেন না। পাঠকের সেই গভীর বোধ থেকে লেখক তার সৃজনশীলতার জায়গাটাকে পরিচর্যা করতে শেখেন।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, লেখক স্বপ্নময় চক্রবর্তী প্রমুখ। এ বইমেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

সর্বশেষ খবর