মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

টিআর-কাবিখার অর্ধকোটি টাকা লুটপাট

ক্ষোভে ফুঁসছে খুলনা, দুর্নীতিবাজদের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) কর্মকর্তাদের বিরুদ্ধে টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কয়েকশ কর্মচারী। একই সঙ্গে দুর্নীতিবাজদের অপসারণ ও সৌরশক্তি প্রকল্পের ক্ষতিগ্রস্ত ৩৫০ কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবি জানানো হয়েছে। গতকাল খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান কর্মচারীরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সৌরশক্তি প্রকল্পের সিনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সুমন হোসেন। অবশ্য এসব ব্যাপারে পিডিবিএফ ব্যবস্থাপনা পরিচালক মদনমোহন সাহা দাবি করেন, প্রকল্পের টাকা ব্যক্তিগত হিসাবে মজুদ রাখার সুযোগ নেই। কমিশনের টাকাও আত্মসাতের কোনো অভিযোগ পাওয়া যায়নি।  লিখিত বক্তব্যে সৌরশক্তি প্রকল্পের সিনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সুমন হোসেন বলেন, খুলনার ডুমুরিয়া উপজেলায় প্রায় ৩ কোটি টাকার টিআর ও কাবিখার কাজে বড় ধরনের অর্থ লুটপাট হয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংক, ডুমুরিয়া শাখার হিসাব নম্বর-২৭১১০০১০১২৮৩৭ থেকে চারটি চেকের মাধ্যমে কমিশনের প্রায় ১০ লাখ ২২ হাজার টাকা লুটপাট করা হয়েছে। নিয়মের বাইরে ২৫টি চেকের মাধ্যমে প্রায় ৪৫ লাখ টাকা উত্তোলন করে ব্যক্তিগত হিসাবে রাখা হয়েছে। এ ছাড়া সৌরশক্তি প্রকল্পে সরকারের অনুদানের টাকা আত্মসাতের জন্য নিম্নমানের যন্ত্রাংশ দিয়ে তৈরি সোলার সিস্টেম গ্রাহকদের দেওয়া হয়েছে। যার বেশির ভাগই ইতিমধ্যে বিকল হয়ে গেছে।  জানা যায়, পিডিবিএফ সম্প্রসারণ প্রকল্পে জনবল নিয়োগের মেয়াদ শেষ হলেও অর্থের বিনিময়ে সম্প্রতি ৩৮ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর