মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তার বাসায় গুলি, আতঙ্ক

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে সহকারী পুলিশ সুপারের (মুকসুদপুর সার্কেল) অফিস ও বাসা লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলা সদরের (বাজারের দক্ষিণ পাশে) সেলিম মৃধার তিন তলা ভবনের নিচ তলায় এএসপি সার্কেল মুকসুদপুর অফিস ও বাসা হিসেবে ভাড়া নেয়। মুকসুদপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানান, সন্ত্রাসীরা আমাকে লক্ষ্য করেই সম্ভবত গুলিটি করে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার বাসার জানালার গ্লাসে লাগে। গুলি জানালার গ্লাস ভেদ করে রুমের ভিতরের দেওয়াল ও টেলিভিশন ভেদ করে। কাশিয়ানী থানার ওসি এ কে এম আলীনূর হোসেন জানান, ১৭ ডিসেম্বর উপজেলা ছাত্রলীগের সম্মেলন শেষে রাত সাড়ে আটটায় একটি মাইক্রোতে কয়েকজন অস্ত্রধারী যুবক অগ্রণী ব্যাংকের সামনে থেকে এম এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজের এ জি এস মো. মাহমুদুল ইসলাম শিকদারকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায়। মুকসুদপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান অভিযান চালিয়ে ওই ভিকটিম মাহমুদুল ইসলামকে উদ্ধার করেন।

এ ঘটনার জের ধরে শীর্ষ সন্ত্রাসী সনেট ওরফে পিস্তল সনেট (৩৫)কে গ্রেফতার করে পুলিশ। সনেটের স্বীকারোক্তি অনুযায়ী ১৯ ডিসেম্বর রাতে রাতইল ইউনিয়নের চাপ্তা বালুর মাঠে অস্ত্র উদ্ধার করতে গেলে সনেটের সঙ্গীরা পুলিশের ওপর হামলা করে এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময় হয়। এ সময় সনেট ওরফে পিস্তল সনেট গুলিবিদ্ধ (পায়ে) হয়। এ কারণে সিনিয়র সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেলের বাসায় গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর