মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

দুর্ঘটনার কবলে ঢাকা-কলকাতা বাস গুরুতর আহত ৯

কলকাতা প্রতিনিধি

দুর্ঘটনার কবলে পড়ল ঢাকা-কলকাতা রুটের একটি যাত্রীবাহী বাস। গতকাল বড়দিনের সকালে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুরের হাটখোলা এলাকায় যশোর রোডের ওপর একটি ট্রাকের সঙ্গে বাংলাদেশগামী বাসটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুটি গাড়ির চালকসহ ৯ জন। অল্প জখম হয়েছেন আরও ১০ জন। পরে গুরুতর আহতদের মধ্যে চার বাংলাদেশি নিজেদের দেশে ফিরে গেলেও বাকিদের বারাসাত জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ সূত্রে খবর এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ রয়্যাল কোচের বাসটি কলকাতার নিউমার্কেট থেকে ছেড়ে বাংলাদেশের দিকে রওনা হয়। যাত্রাপথে দত্তপুকুরের হাটখোলাতে যশোর রোডের ওপর উল্টো দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয় বাসটির।

 দুর্ঘটনার জেরে যশোর রোডে প্রবল যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যহত হয়ে পড়ে। দুর্ঘটনাগ্রস্থ  বাস ও ট্রাকটিকে আটক করেছে পুলিশ। বাসের চালকের তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। এদিকে বারাসত হাসপাতাল সূত্রে খবর, আহত যাত্রীরা প্রত্যেকেই স্থিতিশীল আছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর