মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে গাউছুল আজম সম্মেলন

 

চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে গতকাল বিরাট গাউছুল আজম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লাখ লাখ নবীপ্রেমিক অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী বলেন, ‘বিশ্বব্যাপী মুসলিম জাতির উপরে যে নির্যাতন চলছে তার প্রতিকারের জন্য মুসলমানদেরকে তরিক্বতের চর্চায় রূহানিশক্তিতে জাগরিত ও দৃঢ় ইমানি চেতনায় তেজোদীপ্ত হতে হবে, মুসলিম মিল্লাতের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে হবে। এ প্রসঙ্গে তিনি মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নিযার্তন এবং মুসলমানদের প্রথম ক্বিবলা বায়তুল মোকাদ্দাসধন্য ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম দখলের যে গভীর ষড়যন্ত্র চলছে তার উল্লেখ করেন। অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুনির উল্লাহ্ যুব সমাজের উদ্দেশে বলেন, ‘আলোকিত সমাজ গড়ার জন্য চাই পাপমুক্ত বিশ্ব। আর এ ধরনের সমাজ গড়তে বিশ্বব্যাপী কাজ করছে কাগতিয়া দরবার ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর।

 শেষ পর্যায়ে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর