বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। এতে সারা দেশ থেকে আসা নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। সংগঠনটির দাবি, স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা আইডিয়াল কলেজের অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার ৯৮ শতাংশ বেসরকারি ব্যবস্থাপনা ওপর নির্ভর করে। সারা দেশে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান আছে ৫ হাজার ২৪২টি। এগুলোতে শিক্ষকের সংখ্যা প্রায় ৭৫ হাজার। তাদের অনেকে ১০ থেকে ২২ বছর বিনা বেতনে চাকরি করছেন। ফলে ওই শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। দেশে বিভিন্ন পর্যায়ে ২১ লাখ চাকরিজীবীর বেতন বেড়েছে। প্রতি গ্রেডে বেতন বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে বৈশাখী ভাতা। তাই তাঁরা এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানাচ্ছেন। তিনি বলেন, এখন অবস্থান কর্মসূচি হলেও পরে এটা অনশনে রূপ নিতে পারে। এতে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়সহ দেশের বিভিন্ন স্থানের ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

সর্বশেষ খবর