বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ষড়যন্ত্র তাদের মাথায় ঘুরপাক খায় : নাসিম

গাজীপুর প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা বিচার বিভাগ ক্যু-এর কথা বলে তারা সব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পায়, ষড়যন্ত্র তাদের মাথায় ঘুরপাক খায়। ক্যু-এর মাধ্যমে সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়েছে— বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ কথা বলেন। তিনি গতকাল কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক কর্মশালা এবং সৈয়দা জোহরা তাজউদ্দীন মা ও শিশু কার্ড ও স্মার্ট এমসিএইচ সার্ভিস মেনেজমেন্ট সফটওয়্যার কার্যক্রমের অগ্রগতি অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সিমিন হোসেন রিমি এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার,প্রমুখ।

 গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মো. হুমায়ুন কবীর, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রেজাউর লস্কর মিঠু, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

মন্ত্রী বলেন, ক্যু-এর প্রশ্নই আসে না, বরং যারা এসব কথা বলে তারাই আদালতে জুডিশিয়াল ক্যু করার চেষ্টা করেছিল। কিন্তু ব্যর্থ হয়েছে। এ কারণেই তারা এসব কথা বলছে। তবে কার বিচার হবে, কে নির্দোষ প্রমাণিত হবে তা আদালতের ব্যাপার। তিনি বলেন, তারা একজন সাবেক বিচারপতিকে সামনে রেখে জুডিশিয়াল ক্যু করার চেষ্টা করেছিল, জনগণ সচেতন ছিল বলে তারা ব্যর্থ হয়েছে।

সর্বশেষ খবর