বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

ষোড়শ সংশোধনী নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

সংবিধানের ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে সরকারের রিভিউ আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন সমিতির একজন সহ-সভাপতি। গতকাল আইনজীবী সমিতির উত্তর হলে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য দেন সমিতির সহসভাপতি মো. অজিউল্লাহ। এ সময় তিনি বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে সরকারের রিভিউ আবেদনের বিষয়ে সম্প্রতি আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক সংবাদ সম্মেলন করে বক্তব্য দিয়েছেন। তারা একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। সেই দৃষ্টিকোণ থেকে তারা বক্তব্য দিয়েছেন। এটি আইনজীবী সমিতির বক্তব্য নয়। সংবাদ সম্মেলনে সমিতির সহসম্পাদক মো. শফিকুল ইসলাম ও সদস্য মো. হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন। ২৫ ডিসেম্বর আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন সংবাদ সম্মেলনে বলেন, সরকার সুপ্রিম কোর্টকে পূর্ণ নিয়ন্ত্রণে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে  দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করছে।

উল্লেখ্য, আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি ১৪ পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ আটটিতে বিএনপি সমর্থক আইনজীবীদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। অন্যদিকে সহসভাপতি অজিউল্লাহসহ ছয়টিতে আওয়ামী লীগ সমর্থকরা বিজয়ী হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর