বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
পৌরসভা, ইউপি ও জেলা পরিষদ

আজ স্থানীয় সরকারের ১২৭ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের ১২৭ প্রতিষ্ঠানের বিভিন্ন পদে সাধারণ, স্থগিত ও উপনির্বাচন আজ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট চলবে। জেলা পরিষদে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জনপ্রতিনিধিরা ভোট দেবেন।  ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন জানিয়েছেন, আজ ৯ পৌরসভা (৬ সাধারণ, ৩ উপনির্বাচন), ১১৫ ইউপি (৩৭টি সাধারণ-স্থগিত নির্বাচন, ৭৮টি উপনির্বাচন), জেলা পরিষদের ২টি ওয়ার্ডে সাধারণ ও ১টি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচন অবাধ করার সম্পূর্ণ দায়িত্ব প্রশাসনের। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে সিইসি বলেছেন, ‘যদি কেউ নিয়মের ব্যত্যয় ঘটান, দায়িত্ব পালন না করেন, গাফিলতি করেন, তাহলে আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। কমিশন এ ব্যাপারে এতটুকুও আপস করবে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর