বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শাহজালালে কোটি টাকার সোনাসহ দুই ভারতীয় আটক

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকার সোনাসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। আটকরা হলেন— ঈশ্বর দাস ও গুরজান শিং। মঙ্গলবার রাতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে ২ কেজি ৬২০ গ্রাম ওজনের ১২ পিস সোনার বারসহ তাদের আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৩১ লাখ টাকা। ঢাকা কাস্টমস হাউস সূত্র বলছে, মঙ্গলবার রাতে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে ৫৮৬) ঢাকায় আসেন ভারতীয় নাগরিক ঈশ্বর দাস ও গুরজান শিং। তারা বিমান থেকে নেমে তড়িঘড়ি করে গ্রিন চ্যানেল এলাকা দিয়ে বের হচ্ছিলেন। সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। এরপর কাস্টমস কর্মকর্তারা তাদের কাছে সোনা আছে কিনা জানতে চাইলে তারা অস্বীকার করেন। পরে উত্তরার একটি প্রাইভেট ক্লিনিকে এক্সরে করে তাদের শরীরের রেক্টামে সোনার অস্তিত্ব ধরা পড়ে। ভারতীয় নাগরিক ঈশ্বর দাসের কাছ থেকে এক কেজি ২৯৫ গ্রাম এবং গুরজান শিং-এর কাছ থেকে এক কেজি ৩২৫ গ্রাম সোনা পাওয়া যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর