বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শীতের মধ্যে অর্ধশতাধিক ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হলো দেড় ঘণ্টা

সাভার প্রতিনিধি

আশুলিয়ায় সড়ক উদ্বোধন উপলক্ষে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়ার জন্য কোমলমতি স্কুলের শিক্ষার্থীদের শীতের মধ্যে দেড় ঘণ্টা রাস্তায় দাড় করিয়ে রাখার ঘটনা ঘটেছে। জানা গেছে, সাভার উপজেলা আওয়ামী লীগ নেতা শীহদ ভুইয়ার নির্দেশে গতকাল দুপুর ১২ টা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত শিক্ষার্থীদের সড়কের উপর দাড় করিয়ে রাখা হয়। এতে ঠাণ্ডায় অসুস্থ হয়ে পড়ে অর্ধশতাধিক ছাত্রী।

এ সময় আলফা মডেল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র মো. জাকারিয়া, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মায়া আক্তার ও নবম শ্রেণীর ছাত্রী মনি আক্তার জানায়, সড়ক উদ্বোধন উপলক্ষে তারা প্রায় দেড় ঘণ্টা যাবৎ দাড়িয়ে। জেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য সড়কটির উদ্বোধন করবেন। তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানানোর জন্যই এখানে দাড় করিয়ে রাখা হয়েছে। জানা গেছে, এভাবে দাড়িয়ে থেকে অনেক শিক্ষার্থীই ক্লান্ত হয়ে পড়ে। তাদের কেউ কেউ বাড়ি ফিরে যেতে চাইলেও যেতে দেওয়া হয়নি। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর