বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

জাবির দুই শিক্ষার্থীকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার মারধর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই সাধারণ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি রাজীব আহমেদ রাসেলের বিরুদ্ধে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন শিবলু ও বিপুল। দুজনেই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজীব আহমেদ রাসেল গাড়িতে করে হলের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিন রাস্তার মোড় অতিক্রমকালে গাড়ির সামনে দিয়ে তিন শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। রাজীব গাড়ির হর্ন বাজানোর পর তাদের রাস্তা থেকে সরতে দেরি হওয়ায় রাজীব দুজনকে চড়-থাপ্পড় মারতে থাকেন। এ সময় রাজীবের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি নিয়ামুল হাসান তাজও তাদের মারধর করেন। পরে বিপুলকে কানে ধরিয়ে উঠবোস করান। এ সময় ঘটনাস্থলে সাধারণ শিক্ষার্থীদের ভিড় জমে। মারধরের শিকার শিক্ষার্থীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি। তবে তারা বলেন, ‘আমাদের কাছে কিছু জিজ্ঞাসা না করলে ভালো হয়।’ শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘ছোট ভাইদের সঙ্গে রাজীব ভাইয়ের বাকবিতণ্ডা হয়েছে। তবে আমরা নিজেরাই বিষয়টি মিটিয়ে নিয়েছি।’ এ বিষয়ে মারধরকারী ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও জাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক  রাজীব আহমেদ রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি, যার জন্য সাংবাদিককে মন্তব্য দিতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর