বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
সরকারি কোষাগার থেকে বেতন

পৌরসভার কর্মচারীদের তিন দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে আন্দোলন করছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে দাবি আদায়ে তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে  কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে এ আন্দোলন শুরু করেন তারা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে সারা দেশ থেকে ২ হাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিল এ আন্দোলনে অংশ নেন। সমাবেশে  পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা ১৫ ও ১৬ জানুয়ারি সব ধরনের সেবা বন্ধ এবং ২৯ জানুয়ারি প্রতি  জেলায় ডিসি কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে অনশনের ঘোষণা দেন। অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল আলিম মোল্লা বলেন, ২৯ জানুয়ারির পরও যদি পৌরসভার কর্মচারীদের বেতনভাতা ও পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে না দেওয়া হয় তাহলে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সেবা বন্ধ করে  দেওয়া হবে। পাশাপাশি শহীদ মিনারের সামনে অনশন করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর