বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিএনপি নেতা কায়সার কামালকে গ্রেফতার না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বিদেশ থেকে ফেরার পর বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আগামী এক মাসের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে তাকে গ্রেফতার না করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। একটি আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আতিকুর রহমান ও ফাইয়াজ জিবরান মঈন।

২০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার বিশেষ জজ আদালত-৫ থেকে বাসায় ফেরার পথে হাই কোর্ট মাজারের গেটের সামনে পুলিশের সঙ্গে দলের কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় নাশকতার অভিযোগে কায়সার কামালের বিরুদ্ধে ২০ ও ২১ ডিসেম্বর রমনা থানায় দুটি মামলা করা হয়। ঘটনার সময় তিনি দেশে ছিলেন না। আইনজীবী আতিকুর রহমান সাংবাদিকদের জানান, ‘কায়সার কামাল অসুস্থ বাবার চিকিৎসার জন্য ১৬ ডিসেম্বর থাইল্যান্ডে গেছেন। থাইল্যান্ডে অবস্থানের সময় তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দুটি মামলা হয়। এ মামলার কারণে তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। এ অবস্থায় আদালতে আমরা রিট করি। রিটের শুনানি নিয়ে আদালত কায়সার কামালকে গ্রেফতার না করতে নির্দেশনা দিয়ে রুল জারি করেছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর