বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বি. চৌধুরীর বিরুদ্ধে যুক্তফ্রন্ট নাম ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ৩৫টি রাজনৈতিক দলের জোট ‘যুক্তফ্রন্ট’ ছিনতাইয়ের অপচেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও কৃষক শ্রমিক পার্টির সভাপতি লায়ন সালাম মাহমুদ। তিনি বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক পার্টির (কেএসপি) নেতৃত্বে ২০১৩ সালে যুক্তফ্রন্ট গঠিত হয়। ইতিমধ্যে অসাম্প্রদায়িক রাজনৈতিক চর্চা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নসহ মানবাধিকার সুনিশ্চিত করতে যুক্তফ্রন্ট কার্যক্রম পরিচালনা করে আসছে।

 গতকাল রাজধানীর তোপখানার একটি রেস্টুরেন্টে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যুক্তফ্রন্টের মহাসচিব ডা. কাজী ফারুক বাবুল, কো-চেয়ারম্যান এ কে এম জুনাইদ, ভাইস চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান ধীমন বড়ুয়া, নির্বাহী সদস্য অধ্যক্ষ ডা. গোলাম মোর্শেদ হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

লায়ন সালাম মাহমুদ আরও বলেন, ‘বি. চৌধুরীর জোট গঠনে আমার কোনো আপত্তি নেই। আশা করি আমাদের যুক্তফ্রন্ট নামটি ছিনতাইয়ের অপচেষ্টা থেকে বিরত থাকবেন। তা না হলে আমরা আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর