বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘বাতিঘর’ ঢাকার পথচলা শুরু কাল

সাংস্কৃতিক প্রতিবেদক

১০ হাজার লেখক ও ১ হাজার দেশি-বিদেশি প্রকাশনা সংস্থার লক্ষাধিক বই নিয়ে কাল ঢাকায় আনুষ্ঠানিক পথচলা শুরু করতে যাচ্ছে গ্রন্থবিপণি ও প্রকাশনা সংস্থা ‘বাতিঘর’। কাল বিশ্বসাহিত্য কেন্দ্রের অষ্টম তলায় প্রায় ৫ হাজার বর্গফুটের সুপরিসর জায়গায় চালু হচ্ছে এই বুক শপ। বেলা ১১টায় এর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাতিঘরের এই শাখায় থাকছে প্রকাশক কর্নার, শিশু-কিশোর কর্নার, লিটল ম্যাগাজিন ও সাহিত্য সাময়িকী কর্নার এবং ক্যাফেটেরিয়া। বাতিঘরের ইনটেরিয়র ডিজাইনেও রয়েছে বৈচিত্র্য। গতকাল বুক শপটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব জানান বাতিঘরের পরিচালক দীপঙ্কর দাশ। আরও বক্তৃতা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক অবদুল্লাহ আবু সায়ীদ এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর