শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সু চির পদত্যাগ চাইলেন বোনো

প্রতিদিন ডেস্ক

সু চির পদত্যাগ চাইলেন বোনো

অং সান সু চি যখন গৃহবন্দী ছিলেন, তখন তার মুক্তির দাবিতে বিশ্ব জনমত গঠনে সবচেয়ে সরব ভূমিকা পালনকারীদের একজন ছিলেন রক ব্যান্ড ইউ-টু এর  প্রধান গায়ক ও পপ তারকা বোনো। কিন্তু সেই বোনো এখন রোহিঙ্গা মুসলিমদের নিপীড়ন-হত্যার জন্য অং সান সু চির পদত্যাগ দাবি করেছেন। বোনোকে ফ্যান বলা হতো। শুধু তাই নয়, ২০০০ সালে বোনো অং সান সু চিকে নিয়ে একটি গানও বেঁধেছিলেন। ‘ওয়াক অন’ নামের এই গানটি ২০০২ সালে গ্র্যামি অ্যাওয়ার্ড পর্যন্ত জিতেছিল। বোনো এমনকি এই গানটি বাজানোর সময় তার সমর্থকদের অং সান সু চির মুখোশ পরতে আহ্বান জানাতেন।

কিন্তু বোনো এখন বলছেন, রোহিঙ্গা শরণার্থী সংকট এবং সেখানে রক্তপাতের ছবি দেখে তিনি ঠিক থাকতে পারছেন না। রোলিং স্টোন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সত্যিই অসুস্থ বোধ করছি। কারণ সব প্রমাণ যেদিকে অঙ্গুলি নির্দেশ করছে তা দেখে আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। কিন্তু সেখানেই আসলেই জাতিগত নির্মূল অভিযান চলছে। এটা সত্যি সত্যি ঘটছে এবং তাকে (অং সান সু চি) পদত্যাগ করতে হবে কারণ তিনি জানেন এবং তার জ্ঞাতসারে এটা ঘটছে। তার তো অন্তত এটা নিয়ে আরও বেশি কথা বলা উচিত। আর যদি তার কথা কেউ না শোন, তার পদত্যাগ করা উচিত।”

 

জাতিসংঘসহ বহু আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংগঠন ইতিমধ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে যা ঘটছে তাকে জাতিগত নির্মূল অভিযান বলে বর্ণনা করেছে।

নব্বইয়ের দশকে অং সান সু চি যখন মিয়ানমারে গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন বিশ্বজুড়ে অনেক তারকা তার প্রতি সমর্থন জানিয়েছিলেন, তার পক্ষে বিশ্বজনমত গঠন করেছিলেন। ২০১৫ সালে অং সান সু চি যখন মিয়ানমারের ক্ষমতায় এলেন তখন তার সমর্থকরা ছিলেন উল্লসিত। কিন্তু মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে তীব্র নিপীড়ন শুরু হওয়ার পর খুব তাড়াতাড়ি তাদের মোহভঙ্গ ঘটে। তাদের অনেকেই সু চির ভূমিকায় ক্ষুব্ধ হন।

এ মাসেরই শুরুতে আরেক আইরিশ পপ তারকা বব গেলডফ একই রকমভাবে অং সান সু চির তীব্র সমালোচনা করেন। তিনি বলেছিলেন, রোহিঙ্গা ইস্যুতে সু চির ভূমিকার প্রতিবাদে তিনি ‘ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন’ পুরস্কার ফিরিয়ে দেবেন। কারণ সু চিকেও এই একই পুরস্কার দেওয়া হয়েছে। এরপর অবশ্য সিটি অব ডাবলিন অং সান সু চিকে দেওয়া এই পুরস্কার প্রত্যাহার করে নেয়। শুধু তাই নয়, সু চির ভূমিকায় ক্ষুব্ধ হয়ে গ্লাসগো তাদের দেওয়া ‘ফ্রিডম অব সিটি’ খেতাব কেড়ে নিয়েছেন। বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড থেকে সরানো হয়েছে সু চির ছবি। বিবিসি বাংলা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর