শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে : নাহিদ

নেত্রকোনা প্রতিনিধি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রচলিত যে শিক্ষাব্যবস্থা রয়েছে তা দিয়ে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে পারব না। তাই আমাদের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। মৌলিক পরিবর্তন ঘটাতে হবে। প্রয়োজন নতুন শিক্ষাব্যবস্থা।

তিনি গতকাল দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী কেন্দ্রীয় উদযাপন কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রীর একান্ত সচিব স্কুলের প্রাক্তন ছাত্র সাজ্জাদুল হাসান। এ সময় মন্ত্রী আরও বলেন, আধুনিক বাংলাদেশের নির্মাতা হতে হলে শুধু শিক্ষিত হলে চলবে না, তার জন্য রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশার মানুষকে সৎ এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর