শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ঢাবি সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েটস প্রতিনিধি নির্বাচনে প্রার্থী পরিচিতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটস প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী পরিষদের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বরিশালে। গতকাল বেলা ১১টায় বরিশাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আহম্মেদের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন এবং উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাহউদ্দিন ফরহাদ।

পরিচিত সভায় বক্তারা জাতীয়তাবাদ, স্বাধীনতা-সার্বভৌমত্ব, ধর্মীয় মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী পরিষদকে ভোট দেওয়ার আহ্বান জানান। আগামী ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর