শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

৩৮তম বিসিএসের প্রিলিমিনারি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

৩৮তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি গতকাল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা সারা দেশের কেন্দ্রগুলোয় নেওয়া হয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকার একটি কেন্দ্র থেকে এক ও চট্টগ্রামের দুই কেন্দ্র থেকে দুই চাকরিপ্রার্থীকে বহিষ্কার করেছে সরকারি কর্ম কমিশন। এ ছাড়া দেশের অর্ধশতাধিক প্রার্থীর কাছ থেকে মোবাইল, হেডফোন, পেনড্রাইভ, ঘড়িসহ বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য জব্দ করেছে পিএসসি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন এসব তথ্য জানান।

তিনি আরও জানান, দেশে ২ লাখ ৪৪ হাজার ৪৪০ ছাত্রছাত্রী পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ৮৩ দশমিক ৩৭ শতাংশ পরীক্ষায় অংশ নেন। পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘আশা করছি দেড় থেকে দুই মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে পারব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর