শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শুরু হলো ‘বাতিঘর ঢাকা’র পথচলা

সাংস্কৃতিক প্রতিবেদক

১০ হাজার লেখক ও ১ হাজার দেশি-বিদেশি প্রকাশনা সংস্থার প্রায় লক্ষাধিক বই নিয়ে শুরু হলো ‘বাতিঘর ঢাকা’র পথচলা। বিশ্বসাহিত্য কেন্দ্রের অষ্টমতলায় স্থাপিত ৫ হাজার বর্গফুটের সুপরিসর জায়গায় চালু হয়েছে এ বুক শপটি। গতকাল সকালে এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে ‘বাতিঘর’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্ণধার দীপংকর দাশ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর