শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভারতে চার বাংলাদেশি নারীর জেল

কলকাতা প্রতিনিধি

ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে চার বাংলাদেশি নারীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। মঙ্গলবার মহারাষ্ট্রের থানে ডিস্ট্রিক্ট আদালত ওই চার বাংলাদেশিকে এই সাজা দিয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককেই ১০ হাজার রুপি করে জরিমানাও করেছে আদালতের সহকারী শেসন বিচারক আর.এস.পাতিল (ভোঁসলে)। ওই চার বাংলাদেশি হলেন জান্না নুরিসলাম শেখ (৩৫), শুখি হারুন মোল্লা (৫৮), মিম ওরফে সীমা সামাথ মাতবর (৩০) এবং মৈনা জুমাত গাজি (৩০)। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ থানের কাশিমিরা টাউনে দুটি অভিযান চালিয়ে থানে ডিস্ট্রিক্টের রুরাল থানার পুলিশ এই চার বাংলাদেশিকে আটক করে।

 তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে আটক চার নারীই বাংলাদেশের বাসিন্দা এবং তাদের কারও কাছেই ভারতে প্রবেশের পাসপোর্ট, ভিসা বা কোনো বৈধ নথি ছিল না। এরপরই তাদের বিরুদ্ধে ১৪ এ(বি) ফরেনার্স অ্যাক্টে অভিযোগ দায়ের করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর