বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
বয়লার পরিদর্শন

রাজশাহী, রংপুর ও খুলনায় মাত্র একজন পরিদর্শক

নিজস্ব প্রতিবেদক

চাল উত্পাদনের জন্য গুরুত্বপূর্ণ বিভাগ রাজশাহী, রংপুর ও খুলনার অটোরাইস মিলগুলোতে ব্যবহূত বয়লার পরিদর্শনের জন্য একজন বয়লার পরিদর্শক। প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের অধীন এ তিনটি বিভাগের জন্য সেখানে আছে একটি মাত্র আঞ্চলিক কার্যালয়। যা রাজশাহীতে অবস্থিত। এর মধ্যে রাজশাহীর কার্যালয়ে উপ-প্রধান বয়লার পরিদর্শকের পদটি দীর্ঘদিন শূন্য। ফলে এখানকার একমাত্র বয়লার পরিদর্শক যখন খুলনা বা রংপুরে পরিদর্শন করেন তখন রাজশাহীর কার্যালয়টি শূন্য পড়ে থাকে। যার ফলে কোনো সেবা গ্রহীতা এ কার্যালয়ে গিয়ে কোনো সেবা বা পরামর্শ পান না। বর্তমানে রাজশাহীতে ৩৩১টি, খুলনায় ২০৮টি এবং রংপুরে ২৩৯টিসহ মোট ৭৭৮টি বয়লার আছে। বিগত দুই বছরে এই তিন বিভাগে ৬টি বয়লার বিস্ফোরণের ফলে ২৬ জনের মৃত্যু হয়। এ অবস্থায় রাজশাহী কার্যালয়ের সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট মহলসহ এসব এলাকার অটোরাইস মিল কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর