শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এরশাদের হাত ধরেই দেশে গণতন্ত্র এসেছে : বাবলা

নিজস্ব প্রতিবেদক

এরশাদের হাত ধরেই দেশে গণতন্ত্র এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা রাজধানীর শ্যামপুরে গতকাল ‘শান্তি মিছিল’পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পোস্তগোলা বালুর মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি দোলাইরপাড়ে গিয়ে শেষ হয়। মিছিলে শ্যামপুর-কদমতলি থানা জাপা নেতা-কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেন।

বাবলা বলেন, এইচ এম এরশাদ ও বেগম রওশন এরশাদ সবসময় শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। জাপার হাত ধরেই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে ক্ষমতা হস্তান্তর করেন। তাই জাপাই গণতন্ত্রের ধারক-বাহক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক ভুইয়া ও সদস্য সুজন দে, শ্যামপুর থানা সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর