রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সংসদ অধিবেশন শুরু আজ, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

দশম জাতীয় সংসদের ১৯তম ও নতুন বছরে প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বিকালে। সংবিধানের বিধান অনুযায়ী আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত না হলে চলতি মেয়াদে এটিই হবে সংসদে তার শেষ উদ্বোধনী ভাষণ। অধিবেশনের আগে বিকালে ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। সভায় এই অধিবেশন পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত হবে।

 সংসদ সচিবালয় জানায়, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বিকাল ৪টায় সংসদের অধিবেশন শুরু হবে। সংসদের আইন শাখা সূত্রে জানা যায়, চলমান সংসদের এমপি, সাবেক মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হক এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব গ্রহণ হবে। এরপর অধিবেশন মুলতবি করা হবে। পরে মুলতবি অধিবেশন শুরু হলে সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদের অধিবেশন ও রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সংসদ ভবনের উত্তর ও দক্ষিণ প্লাজা সুসজ্জিত করা হয়েছে। উত্তর প্লাজা থেকে সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয় পর্যন্ত বিছানো হয়েছে লাল গালিচা। অধিবেশন উপলক্ষে সংসদ এলাকার আশপাশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর