রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
’৭১-এ পাকিস্তানি নির্যাতন

খননের সময় বগুড়ায় মিলল হাড়গোড়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

১৯৭১-এ বগুড়ার রেলওয়ে স্টেশনের এসডিও বাংলোতে পাকিস্তানি হানাদার বাহিনীর গড়ে তোলা টর্চারসেল ও বদ্ধভূমি খনন করতে গিয়ে মিলেছে মানুষের হাড়গোড় ও চুল। শুক্রবার থেকে তৃতীয় দফায় খনন কাজ শুরুর পর পাওয়া গেছে এ আলামত। গতকাল বিকালেও খননের সময় পাওয়া গেছে আরও কিছু হাড় ও চুল। শুক্রবার ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে শুরু করা এ খননের সময় ফায়ার সার্ভিসের ৫ কর্মী ও ৫ জন শ্রমিক প্রায় ৩৫ ফুট খননের পর কিছু হাড় ও একটি কাপড়ের অংশ পান। গতকাল পাওয়া যায় আরও কিছু হাড় ও চুল। প্রায় ৪০ ফুট খননের পর এ অবস্থায় কাজ চালানো ঝুঁকিপূর্ণ ও কঠিন হয়ে পড়ায় খনন এদিনে মতো স্থগিত করা হয়। জানা গেছে, খননের সময় নিচ থেকে পানি উঠতে শুরু করেছে। এদিকে বগুড়া জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী বিকালে খননস্থল পরিদর্শন করেছেন। প্রসঙ্গত, ‘মুক্তিযুদ্ধের দলিল পত্র’ বইয়ের অষ্টম খণ্ডে উল্লেখ রয়েছে এই স্থানটির কথা।

মুক্তিযুদ্ধ চলার সময় পাকিস্তানি হানাদাররা মুক্তিকামী বাঙালিদের ধরে নিয়ে গিয়ে টর্চার সেলে নির্যাতনের পর তাদের হত্যা করে এখানেই ফেলে দিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর