রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
অতিরিক্ত ফি আদায়

হাই কোর্টের নির্দেশ মানছে না দনিয়া কলেজ

নিজস্ব প্রতিবেদক

বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ফি না নিতে হাই কোর্টের নির্দেশনা থাকলেও মানছে না রাজধানীর কলেজগুলো। অতিরিক্ত ফি নেওয়ার সবচেয়ে বেশি অভিযোগ এসেছে রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের নামে।

কলেজটি এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে শিক্ষার্থীপ্রতি অতিরিক্ত প্রায় ৬ হাজার টাকা আদায় করছে বলে অভিযোগ রয়েছে। একই অভিযোগ তুলে এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন কলেজটির ছাত্রছাত্রীরা।

অভিযোগ অনুযায়ী, রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ স্টুডেন্ট গাইডেন্স ফিসহ নানা ভুতুড়ে নামে এসব ফি আদায় করা হচ্ছে।

 গতকাল কলেজটির এক এইচএসসি পরীক্ষার্থী অভিযোগ করেন, পরীক্ষার সরকারি ফি অনেক কম হলেও ওই ফি ব্যতীত অতিরিক্ত ৫ হাজার ৭৯৫ টাকা জনপ্রতি আদায় করছে দনিয়া কলেজ কর্তৃপক্ষ। ২০১৮ সালের উচ্চ মাধ্যমিকে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নেবেন। এ হিসাবে প্রায় পৌনে ২ কোটি টাকা বেশি আদায়ের পাঁয়তারা করছে কলেজটির কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিভাবক মানববন্ধনে জানান, সবার তো সামর্থ্য নেই সাড়ে ৭ হাজার টাকা দেওয়ার। আমাদের সন্তানের পরীক্ষা দেওয়া এখন অনিশ্চিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর