রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

লাইফ সাপোর্টে কথাসাহিত্যিক শওকত আলী

সাংস্কৃতিক প্রতিবেদক

ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক শওকত আলী। বৃহস্পতিবার রাতে তাকে আইসিইউতে স্থানান্তরের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল ভোর ৫টার দিকে হাসপাতালটির লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি হাসপাতালটির মেডিসিন বিভাগের চিকিত্সক অধ্যাপক সমীরণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিত্সাধীন আছেন। শওকত আলীর রক্তচাপ কমে যাওয়ার পাশাপাশি কিডনি সংক্রান্ত জটিলতাসহ ফুসফুসে নিউমোনিয়া ছড়িয়ে পড়েছে। এ ছাড়া হৃদযন্ত্রেও নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে।

মেডিকেল বোর্ডের বরাত দিয়ে গতকাল সন্ধ্যায় গণমাধ্যমকে এসব তথ্য জানান তার ছোট ভাই ডা. ওসমান আলী। তিনি আরও জানান, অসুস্থতার মধ্যেই ব্রেন স্ট্রোক হওয়ায় মস্তিষ্কও যথাযথভাবে কাজ করছে না। যার কারণে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিত্সা দেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে বাবার অসুস্থতার খবরে শওকত আলীর বড় ছেলে আরিফ শওকত পল্লব গতকাল রাতে ক্যালিফোর্নিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর