রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মৎসের ডিডির দুর্নীতি অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

মত্স্য অধিদফতরের উপপরিচালক (ডিডি)  ড. সালেহ আহম্মদের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য দুদকের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমকে ২৬ ডিসেম্বর অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। সূত্র জানায়, সালেহ আহম্মদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন, সরকারি অর্থ লোপাটসহ ১২টি অভিযোগ উঠেছে। তিনি প্রায় ছয় বছর ধরে অধিদফতরের কোয়ালিটি কন্ট্রোল শাখার উপপরিচালকের দায়িত্ব (চলতি) পালন করছেন। এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে যন্ত্রপাতি ও সফটওয়্যার  কেনায় অনিয়মসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এ ছাড়া তার বিরুদ্ধে অভিযোগ,  তিনি তার স্ত্রীর নামে সিলেট ও সুনামগঞ্জে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর