রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
গণবক্তৃতায় পাসকেল লামি

রোহিঙ্গা সমস্যা রাজনৈতিক

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় সফররত বিশ্ব বাণিজ্য সংস্থার সাবেক মহাপরিচালক ও ফ্রান্স সরকারের বিশেষ দূত পাসকেল লামি বলেছেন, রোহিঙ্গা সমস্যা যতটা না অর্থনৈতিক, তার চেয়েও বেশি রাজনৈতিক। বাংলাদেশ আজ যে অভিবাসন ইস্যুতে আক্রান্ত, তার মূলেও রয়েছে নাগরিক এবং আর্থ-সামাজিক বৈষম্য। এই বৈষম্যের কারণেই বিশ্বব্যাপী রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে এবং নতুন নতুন অভিবাসী তৈরি করছে। তিনি গতকাল রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আয়োজিত ‘বিশ্ব সুরক্ষায় পারস্পরিক জ্ঞান ও কর্মকৌশল বিনিময়’ শীর্ষক গণবক্তৃতায় এসব কথা বলেন। সিপিডি চেয়ারম্যান ও বরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে এই গণবক্তৃতায় পরিচিতি পর্ব তুলে ধরেন সিপিডির মোস্তাফিজুর রহমান ও নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী ২০২৫ সাল নাগাদ ফ্রান্স ও আজারবাইজানে যৌথ উদ্যোগে ‘ওয়ার্ল্ড এক্সপো’ আয়োজন উপলক্ষে বাংলাদেশের সম্পৃক্ততা ও লামির সফরের অংশ হিসেবে সিপিডি এই গণবক্তৃতার আয়োজন করে। বক্তৃতায় পাসকেল লামি আরও বলেন, বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সব দেশকেই বৈষম্য দূর করতে হবে। এ জন্য কার্যকর পদক্ষেপ নিয়ে রাষ্ট্রকেই এগিয়ে আসা উচিত। রাজনৈতিক নেতৃত্বকেও এতে উদ্ভাবনী কর্মপরিকল্পনা নিয়ে এগোতে হবে। বিশেষ করে কর্মমুখী শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানো জরুরি। দক্ষতা উন্নয়নের মাধ্যমে জনগণকে মানবসম্পদে পরিণত করতে হবে। তরুণ প্রজন্মকে গুরুত্ব দিয়ে প্রযুক্তি-উত্কর্ষতার ব্যবহার বাড়াতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর