মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সাংবাদিক হাসানুজ্জামান খানের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রবীণ সাংবাদিক হাসানুজ্জামান খান (৬৯) আর নেই। রাজধানীর মিরপুরে সাংবাদিক কলোনির বাসায় রবিবার রাতে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে তিনি ভুগছিলেন। তিনি স্ত্রী নুরুন নাহার, দুই মেয়ে সাপী ইয়াসমীন ও বিপী ইয়াসমীনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মিরপুরের সাংবাদিক কলোনি মসজিদে মরহুমের প্রথম জানাজা ও জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ক্লাব নেতাদের নিয়ে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা জানান। পরে তাঁকে মিরপুরের কালশী কবরস্থানে দাফন করা হয়। হাসানুজ্জামান খান ছিলেন মৃদুভাষী সাদা মনের এক মানুষ। তিনি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর শেষে দ্য পিপলস পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন হাসানুজ্জামান খান। দীর্ঘ কর্মজীবনে তিনি ইংরেজি দৈনিক দ্য নিউ নেশন, দ্য মর্নিং সান, বাংলাদেশ টাইমসসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেছেন।

সর্বশেষ তিনি ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্টের বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সর্বশেষ খবর