শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা পেপার দেশব্যাপী বাজারজাত করতে নতুন কর্মকৌশল

নিজস্ব প্রতিবেদক

দেশের বৃহত্তম কাগজপণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের বার্ষিক বিক্রয় পরিকল্পনা ও কর্মকৌশল বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী বসুন্ধরা পেপার বাজারজাত করতে এ সভায় ২০১৮ সালের নতুন কর্মকৌশল নির্ধারণে আলোচনা হয়। গতকাল রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির এইচওডি (সেলস) মাসুদুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডিএমডি মোস্তাফিজুর রহমান, এইচওডি (এ অ্যান্ড এফ) মির্জা মুজাহিদুল ইসলাম, বিপিএমএল হেড অব রিকভারি ফয়জর রহমান, সেলস কো-অর্ডিনেটর সাজ্জাদুর রহমান, এজিএম খালেদ কাওসার প্রমুখ। সভায় দেশব্যাপী বসুন্ধরা পেপার মিলসের উত্পাদিত টিস্যু, এ ফোর পেপার, খাতা ও ডিমাই পণ্য বাজারজাত করার পরিকল্পনা ও কর্মকৌশল নিয়ে আলোচনা হয়। সারা দেশ থেকে আসা শতাধিক বিক্রয় প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে কোম্পানির শীর্ষ কর্মকর্তারা কর্মকৌশল বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করেন।

সর্বশেষ খবর