সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা সংসদে কাজ করার সুযোগ দেওয়ার দাবি নির্বাচিতদের

মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডকে কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা নেতারা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ২০১৪ সালের নির্বাচিত জেলা মহানগর ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতারা গতকাল রাজধানীর পল্টনে ফেনী সমিতি মিলনায়তনে এক সভায় এই দাবি জানান। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীরবিক্রমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হক (অব.), সাবেক যুগ্ম মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, আলহাজ শরিফ উদ্দিন, আনোয়ার হোসেন পাহাড়ি বীরপ্রতীক, আবুল বাসার, সৈয়দ আহমদ মজুমদার, আরজু, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, ক্যাপ্টেন (অব.) কবির সানাউল হক সানু ও আবদুর রাজ্জাক, চট্টগ্রামের জেলা কমান্ডার শাহাবুদ্দিন, হবিগঞ্জের অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান, নরসিংদীর আবদুল মোতালিব পাঠান, নোয়াখালীর মোজাম্মেল হক মিলন, খুলনার মাহবুবুর রহমান, পঞ্চগড়ের মির্জা আবুল কালাম দুলাল ও ফেনীর জেলা কমান্ডার মীর আবদুল হান্নান এবং চট্টগ্রামের মহানগর কমান্ডার মোজাফ্ফর আহমেদ ও খুলনার অধ্যাপক আলমগীর কবীর প্রমুখ। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর