সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রূপপুরে ক্ষতিগ্রস্তদের জন্য ২৮ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে নতুন তালিকা তৈরি করছে সরকার। এজন্য ২৮ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত ৭৭৫ জন কৃষকের একটি তালিকা তৈরি করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও এজন্য একটি নতুন তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পটি তৈরির জন্য যে কৃষকদের জমি অধিগ্রহণ করা হয়েছিল তাদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে যে সব কৃষকের চাষযোগ্য জমি ছিল না তারাও একই অর্থ পাবেন। এ লক্ষ্যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তালিকা তৈরি শেষে শিগগিরই ক্ষতিপূরণ দেওয়া শুরু হবে।

পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয় যে, ৭৭৫ জন কৃষকের জন্য এককালীন ২৮ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। ডাল চাষ হয় এমন এক বিঘা জমির ক্ষতিপূরণ মূল্য ধরা হয়েছে ২১ হাজার ৮০০ টাকা। আখ চাষে ব্যবহূত এক বিঘা জমির ক্ষতিপূরণ মূল্য ধরা হয়েছে ৩০ হাজার ৫৯০ টাকা। আর এক বিঘা পেঁপে ও কলা চাষে ব্যবহূত জমির ক্ষতিপূরণ মূল্য ধরা হয়েছে ১ লাখ ৯১ হাজার টাকা।

সর্বশেষ খবর