সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের নৌ সনদের স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নৌ সনদের স্বীকৃতি দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশি জাহাজে বাংলাদেশি নাবিকদের চাকরির সুযোগ বাড়ানের উদ্যোগ নিয়েছে সরকার। আন্তর্জাতিক নৌ কনভেনশনের চাহিদা মোতাবেক এরই মধ্যে ইতালি, জার্মানি, ব্রিটেনসহ ২৯টি দেশের সঙ্গে পারস্পরিক সমঝোতাও স্বাক্ষরিত হয়েছে। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫০তম বৈঠকে এ তথ্য উপস্থাপিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম।

কমিটির সদস্য তালুকদার আবদুল খালেক, নূরুল ইসলাম সুজন, হাবিবর রহমান, এম আবদুল লতিফ, রণজিৎ কুমার রায় এবং মমতাজ বেগম অ্যাডভোকেট বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশীয় পদ্ধতিতে তৈরি নৌ-যানের দুর্ঘটনা হ্রাসের জন্য রিভার্সিবল গিয়ার সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত ৭২৫৫টি নৌযানে রিভার্সিবল গিয়ার সংযোজন করা হয়েছে। কমিটি বাংলাদেশে একটি নেভাল মিউজিয়াম স্থাপনের জন্য সুপারিশ করে।

সর্বশেষ খবর