সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
আপন জুয়েলার্সের মালিক দিলদারের জামিন

কারামুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের জামিনের আবেদন মঞ্জুর করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে গত মঙ্গলবার হাই কোর্টের এই বেঞ্চ রাজধানীর ধানমন্ডি থানার মামলায় দিলদারকে জামিন দেয়। গতকাল এ আদালত তাকে উত্তরা থানার মামলায় জামিন দিয়েছে। ফলে সব মামলাতেই জামিন পাওয়ায় দিলদারের কারামুক্তিতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আদালতে দিলদারের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ। মেহেদী হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, সব মামলায় জামিন পাওয়ায় দিলদারের মুক্তিতে বাধা নেই। দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গত বছরের মে মাসে গ্রেফতারের পর এখন কারাগারে আছেন দিলদারের ছেলে সাফাত আহমেদ। সাফাতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যে আপন জুয়েলার্সের ‘অবৈধ লেনদেনের’ তদন্তে নামে শুল্ক গোয়েন্দারা। ১২ আগস্ট শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে দিলদার ও তার ভাইদের বিরুদ্ধে রাজধানীর গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করে। পরে তিন ভাই হাই কোর্ট থেকে আগাম জামিন নেন। মেয়াদ শেষে বিচারিক আদালতে হাজিরা না দেওয়ায় ২৩ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। তারা ২৪ অক্টোবর আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। বিচারিক আদালতে জামিন না পেয়ে তারা হাই কোর্টে জামিন আবেদন করেন। শুনানি শেষে ১৪ ডিসেম্বর দিলদারকে রমনা থানায় এবং তার দুই ভাইকে গুলশান থানার মামলায় জামিন দেয় আদালত। দিলদারের বিরুদ্ধে উত্তরা ও ধানমন্ডি থানার মামলায় আদেশ প্রদান এক মাস মুলতবি হয়। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে গত ৮ জানুয়ারি দিলদার ও তার দুই ভাইকে হাই কোর্টের দেওয়া জামিনের আদেশ বহাল রাখে আপিল বিভাগ। এর ফলে দিলদারের দুই ভাইয়ের কারামুক্তির বাধা দূর হয়। কিন্তু দিলদারের আরও দুই মামলায় আদেশ প্রদান এক মাস মুলতবি থাকায় তিনি মুক্তি পাচ্ছিলেন না। এরপর গত মঙ্গলবার ধানমন্ডি থানার মামলায় এবং গতকাল উত্তরা থানার মামলায় জামিন পান দিলদার।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর