সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আইসিসিবিতে গার্মেন্ট পণ্যের প্রদর্শনী বুধবার

নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাকশিল্পের আধুনিকায়ন ও উন্নয়নে রাজধানীতে শুরু হচ্ছে তৈরি পোশাকশিল্পের চারটি আন্তর্জাতিক প্রদর্শনী। ২৪ জানুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চারদিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দেশের পোশাক খাতের উন্নয়নে চার প্রদর্শনী হচ্ছে মেশিনারি, ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস, গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ও প্রিন্টিং মেশিনারিজ অ্যান্ড টেকনোলজি ফর দ্য গার্মেন্টস সেক্টর। ২৪ দেশের ৪৫০টি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নেবে।

জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশ গার্মেন্ট অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) সম্মিলিতভাবে প্রদর্শনীগুলোর আয়োজন করবে বলে গতকাল এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাকারিয়া ট্রেড আ্যাান্ড ফেয়ার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী টিপু সুলতান ভূঁইয়া, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের নন্দ গোপাল প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে পোশাক তৈরির সর্বাধুনিক আন্তর্জাতিক প্রযুক্তিসমূহ তুলে ধরা হবে। এসব প্রযুক্তি দেশের তৈরি পোশাকশিল্পের প্রধান চ্যালেঞ্জ উৎপাদন, মান, কমপ্লায়েন্স ও মূল্য সংযোজন বৃদ্ধিতে সাহায্য করবে। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর