সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রূপনগর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রূপনগর খালের পাশে অবৈধ স্থাপনা এক মাসের মধ্যে উচ্ছেদ করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদেশে খালের মূল নকশা ঠিক রেখে জনসাধারণের চলাচলের জন্য রাস্তা (ওয়াকওয়ে) রাখারও নির্দেশ দিয়েছে আদালত।

. এ ছাড়া আদালতের এ আদেশ বাস্তবায়ন হয়েছে কিনা, সে বিষয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি গৃহায়ণসহ সংশ্লিষ্টদের প্রতিবেদন হাই কোর্টে দাখিল করতে বলা হয়েছে।

এর আগে ২১ নভেম্বর রূপনগর খাল নিয়ে হাই কোর্টে প্রতিবেদন দাখিল করে ঢাকার জেলা প্রশাসন। ওই প্রতিবেদনে বলা হয়, বার বার দখলমুক্ত করা হলেও আবারও অবৈধ দখলদারদের কবলে চলে যাচ্ছে ঢাকার খালগুলো। অবৈধ দখলদারদের ঠেকাতে রাজধানীর খালগুলো খনন করে বৃক্ষরোপণসহ ওয়াকওয়ে নির্মাণের সুপারিশ করে ঢাকা জেলা প্রশাসন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর