বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিশ্বব্যাংকের ব্যাখ্যা ও প্রতিবেদকের বক্তব্য

‘ফের বিশ্বব্যাংক জটিলতা’ শিরোনামে ২৩ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা পাঠিয়েছে বিশ্বব্যাংক। গতকাল বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো ওই ব্যাখ্যায় সংস্থাটির ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি রাজশ্রী পারালকার বলেন, স্থানীয় সরকার বিভাগের ‘লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-২’ শীর্ষক প্রকল্পের অব্যয়িত অর্থ সময়মতো ফেরত না দেওয়ার কারণে তাদের অন্য প্রকল্পে অর্থ ছাড় বন্ধ হবে না। এটি চলমান প্রকল্পে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তিনি বলেন, ৮ জানুয়ারি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো চিঠিতে বিশ্বব্যাংক জানিয়েছিল, ঋণ সহায়তা দেওয়ার ক্ষেত্রে (বিশ্বব্যাংকের) চারটি পদ্ধতি রয়েছে। এর মধ্যে উল্লিখিত প্রকল্পের অব্যয়িত অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত একটি নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী ঋণ প্রক্রিয়া বন্ধ থাকবে। তবে প্রকল্প নকশার ওপর ভিত্তি করে অন্যান্য অর্থ ছাড় পদ্ধতি চলমান থাকবে।

প্রতিবেদকের বক্তব্য : বিশ্বব্যাংকের ৮ জানুয়ারির চিঠির পরিপ্রেক্ষিতে ইআরডি গত ১৬ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগে যে চিঠি (স্মারক নং ০৯.০০.০০০০.০৫৮.১৪.০৩০.১৬-১৭) পাঠায় সেই চিঠির পরিপ্রেক্ষিতে প্রতিবেদনটি করা হয়েছে।

সর্বশেষ খবর