বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

‘সরকার লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ’

নিজস্ব প্রতিবেদক

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।

গতকাল পল্টনের ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে ছাত্র জমিয়ত বাংলাদেশের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি বলেন,  ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিসহ নানা অনাচারে নিমজ্জিত আজকের ঘুনে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তনে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 ছাত্র জমিয়তের আহ্বায়ক তোফায়েল গাজালির সভাপতিত্বে ও সদস্য সচিব এম বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জমিয়ত মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান কেন্দ্রীয় নেতা মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলনা আবদুল মালিক চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর