শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শিক্ষক অনশনের একাদশ দিন অতিবাহিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অনশন অব্যাহত রেখেছেন বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষক-কর্মচারীদের অনশনে অসুস্থ শিক্ষকের সংখ্যা বাড়ছে। গতকাল অনশনে ৩০ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। গতকাল তারা অনশনের একাদশ দিন অতিবাহিত করেছেন। অনশনের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনা চললেও কোনো সমাধানে পৌঁছতে পারেননি শিক্ষকরা। ১০ জানুয়ারি থেকে অবস্থান এবং ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষক-কর্মচারী। অসুস্থ হওয়া শিক্ষকদের অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কেউ কেউ অনশনস্থলেই স্যালাইন নিয়ে শুয়ে আছেন। এর আগে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হয়।

 বুধবারও প্রতিমন্ত্রীর সঙ্গে  বৈঠক হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষকরা বলেছেন, সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তাদের অনশন চলবে।

সর্বশেষ খবর