শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মির্জা ফখরুলের ৭২তম জন্মদিনে ছিল না কোনো আনুষ্ঠানিকতা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭২তম জন্মদিন ছিল গতকাল। কিন্তু এ দিনে ছিল না কোনো আনুষ্ঠানিকতা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এক মামলায় রায়ের দিনক্ষণ ঘোষণা হওয়ায় তিনি এবার জন্মদিন পালন থেকে বিরত থাকেন। অবশ্য নিজের ৭২তম জন্মদিনের প্রথম প্রহরেই দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র নেতাদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। গতকাল দিনভর ব্যস্ত ছিলেন দলীয় কর্মকাণ্ডে। জন্মদিন পালন না করা প্রসঙ্গে গতকাল মির্জা ফখরুল বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘এই প্রতিকূল পরিস্থিতিতে জন্মদিন পালন করার প্রশ্নই আসে না। তারপরও জন্মদিনে দেশবাসীর কাছে আমার শারীরিক সুস্থতার জন্য দোয়া চাই।’ ১৯৪৭ সালের এ দিনে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। ২০১১ সালের মার্চে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করলে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব হন। এরপর দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি পূর্ণাঙ্গ মহাসচিব নিযুক্ত হন। ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এ সংসদ সদস্য কৃষি, পর্যটন ও বেসরকারি বিমান চলাচল বিষয় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ছাড়াও রয়েছে দুই মেয়ে মির্জা শামারুহ ও মির্জা সাফারুহ।

সর্বশেষ খবর