সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

উপাচার্যের ওপর হামলায় ইবি শিক্ষকদের মানববন্ধন

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর ওপর দুর্বৃত্তদের হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের সামনে শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন থেকে তারা সরকারের হস্তক্ষেপ এবং উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত দাবি করেন। তারা ক্লাস বর্জনেরও ঘোষণা দিয়েছেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলী উল্যাহর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, অধ্যাপক ড. আবদুস সাত্তার, অধ্যাপক ড. কামাল উদ্দিন, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. ইয়াকুব আলী, অধ্যাপক আবদুল মুঈদ, অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. এ এম রেজওয়ান, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম প্রমুখ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকশ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর