সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিএনপিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না : দুলু

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপিকে বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন হবে না। গতকাল দুপুরে তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী রিসোর্টে নাটোর জেলা বিএনপির এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার বিনা ভোটে আরেকটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে, যার অংশ হিসেবে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে খালেদা জিয়াকে একতরফা রায়ের মাধ্যমে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করা হয়েছে। তবে সরকারের অশুভ কোনো ইচ্ছা পূরণ করতে দেওয়া হবে না। ৮ ফেব্রুয়ারি যদি সরকার মনগড়া কোনো রায় প্রদান করে তবে সারা দেশের বিএনপি নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে এই অন্যায় রায়ের প্রতিবাদ জানাবে। খালেদা জিয়াকে ছাড়া বাংলার মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নলডাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি আতিকুর রহমান তালুকদার, বাগাতীপাড়া উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, লালপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসেন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে জেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি শহিদুল ইসলাম বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহুাল রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।

সর্বশেষ খবর