সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

১৭৯ এমপি পেয়েছেন সরকারি প্লট-ফ্ল্যাট : গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন  বলেছেন, বিগত চার বছরে ১৭৪ জন সংসদ সদস্য প্লট এবং পাঁচজন সংসদ সদস্য ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন। একই সময়ে সারা দেশে ২৫৪ জন মুক্তিযোদ্ধাকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে গতকালের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির এমপি নূরুল ইসলাম মিলন (কুমিল্লা-৮) ও নাজমুল হক প্রধানের (পঞ্চগড়-১) লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে ১৭৯ জন সংসদ সদস্যকে প্লট ও ফ্ল্যাট বরাদ্দ প্রদান করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া চার হাজার ৮২৩ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার টাকায় ৯২৮টি ফ্ল্যাট বিক্রি করা হয়েছে। একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে বিগত চার বছরে মোট ৫ হাজার ৫৯৯টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। নাজমুল হক প্রধানের প্রশ্নের জবাবে গৃহায়ণ মন্ত্রী জানান, সরকার ২৫৪ জন মুক্তিযোদ্ধার নামে বিভিন্ন আয়তনের প্লট বরাদ্দ দিয়েছে।

সংসদে ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল’ পাস : উচ্চ শিক্ষার বিকাশে নেত্রকোনা জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সংসদে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল পাস হয়েছে। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের বৈঠকে বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিলটি পাস করার প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরআগে বিলের ওপর আনীত ৩টি সংশোধনী প্রস্তাব গ্রহণ করে জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও অপর সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

সর্বশেষ খবর