বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সৌদি তথ্যমন্ত্রীর সঙ্গে ইকবাল সোবহান চৌধুরীর বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক

সৌদি আরব ও বাংলাদেশের গণমাধ্যমের সম্পর্ক উন্নয়নে সৌদি তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ড. আওয়াদ সালেহ আল আওয়াদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। গতকাল স্থানীয় সময় দুপুরে  রিয়াদে অবস্থিত কিং ফাহাদ কালচারাল সেন্টারে দ্বিপক্ষীয় এ বৈঠক হয়। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে সৌদি প্রেস এজেন্সির ওয়েব পোর্টালে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষায়ও সংবাদ প্রচারের অনুরোধ জানালে সৌদি তথ্যমন্ত্রী ইতিবাচক সাড়া দেন। এ ছাড়াও দুই দেশের সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের জন্য দ্বিপক্ষীয় সফরের ওপর তিনি গুরুত্ব দেন। বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও সৌদি আরবের রাষ্ট্রীয় কেএসএ টিভির সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠান বিনিময়ের আহ্বান জানান ইকবাল সোবহান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর উপদেষ্টা ফাহিম আল হামিদ এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, দূতাবাসের দ্বিতীয় প্রেস সচিব ফখরুল ইসলাম। রিয়াদ মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর